একটি এফোর কাগজকে ১০৮ মিটার লম্বা করে কেটে রেকর্ড নারীর

1 week ago 6

বিশ্বের ৮০০ কোটি মানুষের মধ্যে কারো সঙ্গেই কারো কোনো মিল নেই। একেকজনের শখ একেকরকম। এজন্য গিনেস বুক অব রেকর্ডস অদ্ভুত শখগুলোকে স্বীকৃতিও দিচ্ছে। যেমন কেউ শরীরে আগুন লাগিয়ে ঘুরে রেড়াচ্ছে, কেউ আবার শরীরে অসংখ্য ট্যাটু করছে, নিজের চেহারা বিকৃত করছে, আরও কত কি যে করছে তার হিসাব নেই।

এবার পেই হাওজেং নামের একজন চীনা পেপার আর্ট শিল্পী একটি এফোর সাইজের কাগজকে সবচেয়ে লম্বা করে কেটে বিশ্বরেকর্ড গড়েছেন। এই কাজটি করতে তার সময় লেগেছে এক বছর। এর আগে পেই আরও দুবার রেকর্ড করেছেন কাগজ ভাঁজ করে ফুল এবং বৃহৎ আকারের শামুক বানিয়ে।

প্রথমে পেই ২.৫ মিটার দৈর্ঘ্যর একটি কাগজ কাটতে চেয়েছিলেন। কিন্তু তিনি নিজেকে চ্যালেঞ্জ করেছিলেন যে সম্ভাব্য দীর্ঘতম স্ট্রিপটি কাটতে হবে, তাই তিনি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় এক বছর অতিবাহিত করেছিলেন। কাগজ, কাটার কৌশল এবং যন্ত্র। শেষ পর্যন্ত, তিনি ১০৮.১৫ মিটার দৈর্ঘ্য ও ০.৫ মিলিমিটার চওড়া একটি পাতলা, অবিচ্ছিন্ন কাগজ কাটতে সক্ষম হন।

পেইকে এই কাজটি করতে দীর্ঘ পরিকল্পনা করতে হয়েছিল। প্রথমে কাগজটি কীভাবে কোনদিক থেকে কাটা শুরু করবেন। কতটুকু চওড়া হবে তা ঠিক করতে হয়েছে। তারপর তিনি শুরু করেছে এফোর সাইজের কাগজটি কাটা। পুরো এক বছর সময় লেগেছে তার এই কাজটি করতে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

কেএসকে/এএসএম

Read Entire Article