এননটেক্স গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

3 months ago 9

জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এননটেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস বাদলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার, জাল-জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফ কে নিট টেক্স লিমিটেডের অনুকূলে ঋণ অনুমোদন ও বিতরণ করে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- এফ কে নিট টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম ফেরদৌস, জনতা ব্যাংকের ঢাকার করপোরেট শাখার সাবেক শাখা ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক আব্দুছ ছালাম আজাদ, সাবেক সহকারী মহাব্যবস্থাপক আজমুল হক, সাবেক ফার্স্ট এজিএম অজয় কুমার ঘোষ এবং সাবেক নির্বাহী প্রকৌশল (পুর.) মো. শাহজাহান।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমএএইচ/এএসএম

Read Entire Article