এনসিপি কি শাপলা প্রতীক পাচ্ছে

2 months ago 5

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর আবেদনে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে জাতীয় ফুল শাপলা।

ইসির কাছে আবেদন জমা দেওয়ার পর দলের সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানতে চাইলে তিনি বলেন, 'আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। তারা আবেদন গ্রহণ করেছে।'

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' চেয়ে আবেদন করেছি। বিকল্প প্রতীক হিসেবে 'কলম' ও 'মোবাইল ফোন' চাওয়া হয়েছে।

তবে আলোচনা উঠেছে, এনসিপি কি শাপলা প্রতীকই পেতে যাচ্ছে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি শুধু ‘শাপলা’ লেখেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘জনগণের মার্কা, শাপলা মার্কা।’

এ সময় তিনি একটি ছবি শেয়ার করেন। সেখানে দলের লোগো-সংবলিত একটি প্রতীকী শাপলা ফুল আঁকা আছে।

জাতীয় নাগরিক পার্টির তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে।

এর আগে গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি। ৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করার পর ২০ এপ্রিল ইসি নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়িয়ে দেয়।

বর্তমানে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি। ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালু করা নির্বাচন কমিশন।

ইসিতে যাওয়া এবসিপি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

Read Entire Article