এনসিপির অনুপস্থিতি নিয়ে যা বললেন আসিফ নজরুল

1 hour ago 4

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অনুপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে অনেক বেশি ভালো লাগতো। 

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া জানান। 

আসিফ নজরুল বলেন, কয়েক মাস ও সপ্তাহ ধরে আলোচনা চালানোর পর আজ একটি বৃহৎ অনুষ্ঠানের মাধ্যমে জুলাই সনদের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। এ অনুষ্ঠানে এনসিপি ও জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্টরা উপস্থিত থাকলে আমার আরও ভালো লাগত।

তিনি বলেন, যেহেতু ঐকমত্য কমিশন আরও ১৫ দিন সক্রিয় থাকবে, তাই চাইলে তারা পরে গিয়েও সনদে স্বাক্ষর করতে পারবেন। সবাই মিলে একসাথে এটি করলে উদ্যোগটি আরও শক্তিশালী হতো।

এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ অনুষ্ঠানকে ‘জাতীয় ঐক্য’ নয় বলে উল্লেখ করেছেন। 
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলে জাতীয় ঐক্য হয়ে যায় বলে আমাদের দেশের কিছু মানুষের ধারণা। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে। তারা এটিকে জাতীয় ঐক্য নামে আখ্যা দিতে চায়। এটা কোনো ঐক্য নয় বলে আমরা মনে করি। 

এর আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না বলে জানায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত দেড়টায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই এখানে অংশ নিচ্ছি না। মুশফিক উস সালেহীন বলেন, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে। আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করব।

এদিকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে সনদে স্বাক্ষর করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

Read Entire Article