রাজবাড়ীতে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1 hour ago 4

রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও বৃক্ষরোপণ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পত্রিকার সাফল্য কামনা করা হয়।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর নতুনপাড়া এলাকায় জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাত করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাল। পরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ ও উপস্থিত বিশেষ ব্যক্তিদের মিষ্টি মুখ করানো হয়। শুধু তাই নয়, জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা দেয়।

কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল, স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Read Entire Article