বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের।
সুধী সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে দৈনিক কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ছাত্র আন্দোলনের সময় কালবেলা সবচেয় এগিয়ে থেকে আন্দোলনের সংবাদ পরিবেশন করে নিজেদের সাহসিকতায় পরিচয় দিয়েছে। কালবেলা ইতোমধ্যে দেশের কোটি পাঠকদের মন জয় করেছে। দেশের সাংবাদিকতায় অনন্য স্থান করে নিয়েছে। বিশেষ করে জিডিটাল প্লাটফর্ম এখন দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে কালবেলা।
আগামীতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে দ্রুত এগিয় যাবে এমন প্রত্যাশা করেন তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুরর হমানের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মো. আবুল হাসেম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামুছুল হুদা, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সিনিয়র সাংবাদিক সফিকুর রহমান চৌধুরী, জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগান্তর ও একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাহ আলম, কালবেলার বাহুবল প্রতিনিধি টিপু সূলতানা জাহাঙ্গীর প্রমুখ।
পরে অতিথিরা কেকে কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উযদাপন করেন। শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ গ্রহন করেন।