নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4 hours ago 6

নোয়াখালীতে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘পিজ্জা টাউন’ -এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নোয়াখালী ব্যুরো প্রধান অহিদ উদ্দিন মাহমুদ মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু কায়েস মাহমুদ নূর হোসেন। 

এতে বক্তব্য রাখেন অধ্যাপক টিপু সুলতান, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিরণ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন বাদল, বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, দেশ টিভির জেলা প্রতিনিধি মাওলা সুজন, জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহদাত হোসেন বাবু, ঢাকা পোস্টের নোয়াখালী জেলা প্রতিনিধি হাসিব আল আমিন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই পত্রিকা জনগণের অধিকার ও দেশের ইতিবাচক পরিবর্তনের পক্ষে কলম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। বক্তারা সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা ও সাহসিকতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কালবেলার সোনাইমুড়ি উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, চাটখিল প্রতিনিধি আবুল কালাম, হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান, সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম, উপকূল সংবাদদাতা মো. আশিকুর রহমানসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ।

শুরুতে প্রথমে কোরআন তিলাওয়াত করেন নুর হোসেন। পরে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কালবেলা পরিবারের সদস্যরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

Read Entire Article