এনসিপির নেতাকর্মীদের হাতে আ.লীগের ২১ জন আটক

1 hour ago 2

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় পান্থপথের পানি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ২১ জনকে ধরেছেন এনসিপির নেতাকর্মীরা।

পুলিশ জানায়, দুপুরে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি আটক করা হয়েছে।

এদিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ জনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে।

তিনি আরও বলেন, যেসব জায়গায় তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, আমরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।

Read Entire Article