এবার আমি আরও ম্যাচিউর: পলাশ

3 months ago 25
রাজধানীর গুলশানের শুটিং ক্লাবজুড়ে ১ জুন বিকেলে জমে উঠেছিল প্রাণের মিলনমেলা। দীর্ঘ বিরতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’–এর সিজন ফাইভ ঘোষণা উপলক্ষে আয়োজন করা হয় একটি জমকালো প্রেসমিট। উপস্থিত ছিলেন নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, জনপ্রিয় শিল্পীরা এবং প্রযোজক দল। এই আয়োজনে সবচেয়ে বেশি আলো কাড়েন ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশ। মুখরিত উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি জানান, ‘সবাই মিলে আবার নতুনভাবে শুরু করছি। একসঙ্গে কাজ করতে পারাটা নিজের ভেতরেও নতুন একটা আনন্দ দেয়। আগে রাস্তায় হাঁটলে সবাই জিজ্ঞেস করত— ভাই, নতুন সিজন কবে আসছে? এবার সে অপেক্ষার অবসান। শুরু হয়ে গেছে আমাদের নতুন জার্নি।’ নতুন সিজনের কাবিলা আগের সেই ‘ছাগল চোর’ নয়— বরং এখন তিনি অনেক বেশি পরিণত, বললেন পলাশ। ‘এই কাবিলা আগের চেয়ে অনেক ম্যাচিউর, ডিসিশন নিতে জানে। যদিও ফাঁপরবাজিটা আছে, তবে এবার সেটা আরও ইনোভেটিভ। নতুন গল্পে কাবিলার জীবনে অনেক পরিবর্তন এসেছে। দর্শক এবার দেখতে পাবে এক নতুন কাবিলাকে।’ সিজন ফাইভ প্রসঙ্গে পলাশ আরও বলেন, ‘আমরা ধাপে ধাপে গল্প সাজাচ্ছি। পুরো ১২০ পর্বের গল্প একসাথে করা যায় না। ডিরেক্টর অমি ভাই গল্পটা যত্ন করে গড়ে তুলছেন। এবার কাবিলা কার প্রতি আকৃষ্ট, কার জন্য অপেক্ষা করছে— সেটা নিয়েও দর্শকদের আগ্রহ থাকবে। ও তো নিজেই কনফিউজড! দেখা যাক শেষমেশ কাকে পায়।’ শুধু অভিনয় নয়, পলাশ বর্তমানে নিজেও পরিচালনায় মনোযোগী। বললেন, ‘ডিরেকশন আমার ভালো লাগে, অভিনয়ও। তবে এখন আমি খুব বেছে কাজ করি। গল্প ভালো না লাগলে আর অভিনয় করি না।’ নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টায় আছেন তিনি। ‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। চাই প্রতিনিয়ত নতুন চরিত্রে নিজেকে দেখাতে। একই ঘরানায় আটকে থাকতে চাই না।
Read Entire Article