ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়া রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে তিনি জানান, এ নিয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় প্রশাসন যাতে আরও সক্রিয়ভাবে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলা করে। সে বিষয়ে বৈঠকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, রাজবাড়ির মতো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকেও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আসন্ন দুর্গাপূজায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্রের চেষ্টা হতে পারে। গত বছর দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। গত বছরের অভিজ্ঞতাকে এ বছরও কাজে লাগাতে পারি। তিনি জোর দিয়েছেন যাতে এবার নিরাপত্তা সব ধরনের আগে থেকেই নেওয়া হয়, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।’
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তিই ঠেকাতে পারবে না।’