এবার ইসরায়েলিদের হাইফা খালি করতে বললো ইরান

2 months ago 6
ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের জন্য একটি সতর্ক বার্তা জারি করেছে ইরান। ওই বার্তায় হাইফা শহর খালি করতে বলা হয়েছে। বুধবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ‘কয়েক মিনিট আগে হাইফায় বসবাসরত জায়োনিস্টদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে’। টেলিভিশনে ওই অঞ্চলের একটি চিত্র প্রদর্শন করা হয়। যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল- ‘অনুগ্রহ করে উল্লিখিত এলাকা থেকে অবিলম্বে সরে যান—পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে ইরান ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে’।  এর আগে, ইরানের নতুন করে ছোড়া মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ও প্রযুক্তির সূতিকাগার তেল আবিবে আঘাত হেনেছে। ইসরায়েলি সূত্রের বরাতে বুধবার (১৮ জুন) সন্ধ্যায় নতুন করে হামলার খবর দিয়েছে মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে যে, ইরান অধিকৃত ফিলিস্তিনে নতুন করে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইহুদিবাদী এই গণমাধ্যম আরও জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিনে সাইরেন বেজে উঠেছে।
Read Entire Article