এবার ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

2 months ago 7
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সরোকা মেডিকেল সেন্টার। হামলায় হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে এবং ভবনের বাইরের দেয়ালের কাচ ভেঙে গেছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরায়েলের সেনাবাহিনীর এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সরোকা হাসপাতাল ছাড়াও আরও অন্তত তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র। হামলার সময় হাসপাতাল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বৃহস্পতিবার ভোরে একযোগে ইসরায়েলের বিভিন্ন অংশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর ফলে জেরুজালেম, তেল আবিবসহ বহু এলাকায় সাইরেন বাজতে থাকে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে আল–জাজিরা জানায়, সরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়ে এবং হাসপাতাল ভবনে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত না জানালেও কর্তৃপক্ষ স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে নিষেধ করেছে। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, হাসপাতালে হামলা একটি ইচ্ছাকৃত ও অপরাধমূলক কাজ। ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেন, ইরান এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেছে। ইসরায়েলের জরুরি পরিষেবা বাহিনী জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর চেষ্টা করছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
Read Entire Article