এবার নৌ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনল ইরান

3 hours ago 5
মাত্র কদিন আগেই নিজেদের একটি মিসাইল সিটির ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান। এবার মাটির নিচে থাকা আরেকটি সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটি। শনিবার (১৮ জানুয়ারি) ভূগর্ভস্থ একটি নৌ মিসাইল ঘাঁটির প্রকাশ্যে আনে তেহরান। সোমবার দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইরান এমন দু”সাহস দেখাল। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় বসলে ওয়াশিংটন-তেহরানের সম্পর্কে টানাপোড়ন বাড়বে। এমনকি ইরানি নেতৃত্বের মধ্যে এই ধারণা দৃঢ় হয়েছে যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলবেন ট্রাম্প। এতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফ্রি লাইসেন্স পাবেন নেতানিয়াহু। পাশাপাশি ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কাও তৈরি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হুসেইন সালামি গোপন ওই ঘাঁটি ঘুরে দেখছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, এমন আরও বেশ কয়েকটি ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে তাদের। এসব ঘাঁটিতে জলযান রাখার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে দূরপাল্লার মিসাইল লঞ্চ করা এবং দূরবর্তী যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষসতা রয়েছে এসব ঘাঁটির। ভূগর্ভস্থ এই ঘাঁটি মাটির ৫০০ মিটার নিচে তৈরি করা হয়েছে। তবে এর অবস্থান কোথায় তা প্রকাশ করা হয়নি। ভিডিওতে ইরানের নতুন ভার্সনের তারেঘ ক্লাসের রাডার ফাঁকি দিতে সক্ষম স্পিডবোট দেখা যায়। এসব স্পিডবোটের বিশেষত্ব হচ্ছে, এগুলো ক্রুজ মিসাইল ছুড়তে পারে। এর আগে চলতি মাসের শুরুর দিকে দুই মাসব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা ঠেকানোর লক্ষ্যেই চালানো হচ্ছে এই মহড়া। ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে গোপনে পারমাণু কর্মসূচি চালাচ্ছে ইরান। তবে তেহরান বলছে, তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু তাতে মোটেও মন গলছে না ইসরায়েলের। এমতাবস্থায় হোয়াইট হাউসের মালিক বদল হওয়া ও ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইরান। তাই নিজেদের পরমাণু কর্মসূচি সুরক্ষায় ব্যালিস্টিক মিসাইলকে ঘিরে বাজি ধরছেন আয়াতুল্লাহ আলি খামেনি।
Read Entire Article