এবার বিপজ্জনক ১৫ লাখ অ্যাপ সরালো গুগল

3 months ago 19

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। গুগলের প্লে স্টোর থেকে যখন খুশি অ্যাপ ডাউনলোড করে নিতে পারছেন।

তবে আসল অ্যাপের রূপে ঘাপটি মেরে থাকে অনেক নকল ও বিপজ্জনক অ্যাপ। যা ব্যবহারকারীদের ফোনের তথ্য চুরি করে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে আবার কখনো সরাসরি ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এবার গুগল প্লে স্টোর থেকে ১৫ লাখ অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। গুগল লো-কোয়ালিটি অ্যাপই সরিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে যে, এর মধ্যে ১৬ লাখেরও বেশি অ্যাপ প্লে স্টোর জায়গা দখল করে নিয়েছিল এবং এত বছর ধরে কোটি কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সেগুলো ব্যবহারও করেছেন।

এখানে একটা প্রশ্ন আসতে পারে সবার মনে, প্লে স্টোরে তো কমে গিয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ। তাহলে ব্যবহারকারীরা কি তাহলে নিরাপদ? নিজেদের ডেভেলপার পলিসি নিয়ে আরও কঠোর হচ্ছে গুগল। যা অ্যান্ড্রয়েডকে সাহায্যের জন্য রয়েছে। ফলে অ্যাপগুলোর জন্য সুরক্ষার আধার হয়ে উঠছে এটি। সঙ্গে ব্যবহারকারীদের অভিজ্ঞতাও উন্নত হতে চলেছে। লো-কোয়ালিটি অ্যাপ থাকার অর্থ হলো, এর নিরাপত্তার মাত্রা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। শুধু তা-ই নয়, এগুলো কীভাবে কাজ করে এবং কত সময়ে তা আপডেট নিচ্ছে, সেটা নিয়েও উদ্বেগ থাকে ব্যবহারকারীদের।

গুগল মাঝে মধ্যেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সরিয়ে দেয়। কিন্তু আপনার ফোনে তখনও সেই সব অ্যাপ থেকে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, গুগল কেন এমনটা করে? মূলত গুগল প্লে স্টোরও ব্যবহারকারীদের সুরক্ষায় অনেক অ্যাপ সরিয়ে দেয়। যেসব ভুয়া অ্যাপ নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করে সেই অ্যাপগুলোকেই গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Read Entire Article