এবার মহাসড়কের সঙ্গে রেললাইন অবরোধ

18 hours ago 4

ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় লাগাতার অবরোধ কর্মসূচিতে তৃতীয় দিন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল সংলগ্ন কইডুবি রেল ক্রসিংয়ে গাছ ফেলে ব্যারিকেড দেন তারা।

এ ছাড়া সকাল থেকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

ভাঙ্গা জংশনের মাস্টার সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সকালে ১১টায় ভাঙ্গা জংশন ক্রস করার কথা ছিল। তার আগেই অবরোধ গড়ে তোলা হয়। ভাঙ্গা উপজেলার মহাসড়কের পাশাপাশি তৃতীয় দিন থেকে রেলপথও অবরোধ করা হয়। 

এ বিষয়ে স্টেশন মাস্টার সাকিব হোসেন কালবেলাকে জানান, ভাঙ্গা উপজেলায় রেল ক্রসিংয়ে গাছ ফেলে আন্দোলনকারীরা অবরোধ করার খবরে আমরা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মকসুদপুর ও নগরকান্দার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। যথাযথ কর্তৃপক্ষের গ্রিন সিগনাল না পাওয়ায় ট্রেনটি ছাড়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী রেলপথ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রেন ভাঙ্গা অতিক্রম করে।

তিনি জানান, বর্তমানে ভাঙ্গার সঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা তাদের দাবি নিয়ে সড়কে অবস্থান করছেন। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে।

Read Entire Article