এভিয়েশন খাতে বিনিয়োগ নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে আলোচনা

5 months ago 83

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং।

রোববার (১৮ মে) বেবিচকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন দেওয়ার বিষয়ও আলোচনায় স্থান পায়।

একই সঙ্গে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করে দুই পক্ষ। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

এসময় কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএ/কেএসআর/জিকেএস

Read Entire Article