এমন জায়গায় ঘুরতে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না : সালমান খান

2 months ago 7

তারা বলিউডের ‘শেষ সুপারস্টার’। শাহরুখ খান, আমির খান ও সালমান খান- তিনজনের নামই ইতিহাস, জনপ্রিয়তা ও রোমাঞ্চের প্রতিচ্ছবি। একসঙ্গে তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় সিনেমার আকাশে তারা আলো ছড়ালেও এখনো পর্যন্ত এক ফ্রেমে ধরা দেননি এই তিন মহাতারকা। তবে এবার সামনে এলো এমন এক ‘গোপন’ পরিকল্পনা, যা শুনে শিহরিত ভক্তসমাজ।

সালমান খান নিজেই ফাঁস করলেন তিন খান মিলে একসঙ্গে সময় কাটানোর এক অদ্ভুত ও রোমাঞ্চকর পরিকল্পনার কথা- তারা একসঙ্গে যেতে চান এমন এক জায়গায়, যেখানে তাদের কেউ চিনবে না!

সম্প্রতি নেটফ্লিক্সে প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর প্রথম পর্বে অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে কপিল শর্মার সঙ্গে আড্ডার ফাঁকে তিনি জানান, তিনি, শাহরুখ এবং আমির মিলে ছুটি কাটাতে চান কোনো এক অজানা স্থানে, যেখানে তারা পাবেন পুরো ব্যক্তিগত সময়-ক্যামেরা, নিরাপত্তা, সেলফি কিংবা শোরগোল ছাড়াই।

এই বিশেষ আইডিয়ার উদ্যোক্তা আমির খান। সালমান জানান, আমিরই এমন প্রস্তাব দিয়েছেন যে, তারা তিনজন মিলে এমন জায়গায় ঘুরতে যাবেন, যেখানে কেউ তাদের চিনবে না। কথাটি শুনে অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পুরান সিং মজার ছলে মন্তব্য করেন, ‘পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, যেখানে তোমাদের কেউ চিনবে না!’

তিন খানের বন্ধুত্ব এবং আভিজাত্য নিয়ে বরাবরই আলোচনা হয়, কিন্তু তাদের একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি- এটাই ভক্তদের বহুদিনের আক্ষেপ।

এই প্রেক্ষিতে কপিল শর্মা অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন, সম্প্রতি আমির খান নিজেই বলেছেন, তিনি শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ছবি করতে চান এবং এজন্য উপযুক্ত চিত্রনাট্য খোঁজা হচ্ছে। উত্তরে সালমান খান খুব সহজভাবেই বলেন, ‘ওদের চেষ্টা করতে দিন। যখন হবে, দেখা যাবে।’

তিন খান এর আগে অবশ্য আলাদা আলাদা জুটি হিসেবে একসঙ্গে কাজ করেছেন। সালমান ও শাহরুখ ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং সাম্প্রতিক ‘পাঠান’-এও একসঙ্গে ছিলেন। আমির ও সালমান মিলে ১৯৯৪ সালের জনপ্রিয় কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’-তে কাজ করেছিলেন। কিন্তু শাহরুখ ও আমিরকে একসঙ্গে কোনো পূর্ণদৈর্ঘ্য ছবিতে আজও দেখা যায়নি।

তবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে শাহরুখ খান অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন- যদিও সেই দৃশ্যে আমির ছিলেন না।

তিন খান একসঙ্গে বড় পর্দায় আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে বাস্তব জীবনে তাদের বন্ধুত্ব আর ব্যক্তিগত সময় কাটানোর এই পরিকল্পনাই ভক্তদের কল্পনায় জ্বালিয়েছে নতুন আগুন।

তিন খান এক ফ্রেমে- এ যেন শুধু সিনেমা নয়, একটি যুগের সাক্ষ্য!

Read Entire Article