এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফল (পটুয়াখালী-২) উপজেলায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইসহাক।  নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, ১০টি দলের ভাগ্য গড়ার জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য, ১০ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য।  নির্বাচনী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এমপি হলে আমি কোনো সরকারি সুবিধা নে

এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না : মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে বাউফল (পটুয়াখালী-২) উপজেলায় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ইসহাক। 

নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ১০ দলীয় ঐক্য গঠিত হয়েছে একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, ১০টি দলের ভাগ্য গড়ার জন্য নয়, গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য, ১০ দল নিজের দলের প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছে না, নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। 

নির্বাচনী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এমপি হলে আমি কোনো সরকারি সুবিধা নেব না, প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না। আমার সরকারি সুযোগ-সুবিধা যা আছে বাউফলবাসীর কাজে লাগাব। তিনি আরও বলেন, ৬০ দিনের মধ্যে বাউফলে মাদক ও ৯০ দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে।  

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের প্রধান সড়ক দুই লাইন বা চার লাইন করার প্রয়োজন হয় তা করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। চরের জমি যার, ফসল তার এই ইনসাফের লড়াই চলবে। 

তিনি বলেন, ক্ষমতায় গেলে, না গেলেও বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করা হবে।

প্রধান বক্তা হাসনাত আব্দুল্লাহ বলেন, বাউফলবাসী সৌভাগ্যবান, বাউফলবাসী তাদের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। এই মাসুদ ভাই শুধু বাউফলের সম্পদ নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ, তিনি হলেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, হাদী ভাইয়ের উত্তরসূরি।  

তিনি বাউফলের ভোটারদের বলেন, কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের কাছে ভোটকেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না। আপনাদের যারা ভয় দেখায় তারা আসলে ভয় পেয়ে গেছে, এ কারণে ভয় দেখাতে এসেছে। আপনারা সকালেই ভোটকেন্দ্রে যাবেন। 

নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা সহসভাপতি মাওলানা আইউব বিন মুছা। পটুয়াখালী-১ আসনে ১০ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.), এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন ১০ দলের স্থানীয় থানা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow