‘এমবাপ্পে সমস্যা’—যা বললেন কোচ

3 weeks ago 11
রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে কেন সবার সমস্যা—ব্যাখ্যা করলেন কার্লো আনচেলোত্তি। বর্ষীয়ান ইতালিয়ান কোচ জানালেন, সমস্যাটা এমবাপ্পের না। এটা দলীয় সমস্যা। দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যা। বহুপ্রতীক্ষার পর গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মাদ্রিদে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন ফরাসি তারকা। সময়ের সঙ্গে বাড়ছে এমবাপ্পেকেন্দ্রিক হতাশা। সেটা চরম পর্যায়ে পৌঁছেছিল চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করার পর। আনচেলোত্তি লেগানেসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এমবাপ্পেকে বাঁ প্রান্তে খেলান। তাতেই সমাধান পাওয়া গেছে বলে দাবি এ কোচের। রোববার (০১ ডিসেম্বর) গেতাফের বিপক্ষে গোল করেন ফ্রান্সকে ২০১৮ সালের বিশ্বকাপ জেতানো তারকা। তারপরও এমবাপ্পে এমন উচ্চতায় পৌঁছাতে পারেননি, সমর্থকরা যেমনটা তার কাছ থেকে প্রত্যাশা করেন। শিষ্য সম্পর্কে আনচেলোত্তি বলেন, ‘এমবাপ্পের সমস্যা ব্যক্তিগত নয়, দলের সবারই সমস্যা। আমাদের সেরাটা বের করার চেষ্টা করতে হবে। এমবাপ্পের, আমার এবং অন্য খেলোয়াড়দের বেলায় চিত্রটা একই। আমরা সবকিছুতে সামঞ্জস্য রেখে এখনো নিজেদের সেরাটা বের করতে পারিনি।’ নিজেদের লক্ষ্য সম্পর্কে এ কোচ বলেন, ‘আমাদের ধারণা হলো উন্নতি করা এবং সেই অর্জনের জন্য চেষ্টা করা, যেটা সমর্থকরা প্রত্যাশা করেন। এমবাপ্পে অভ্যস্ত হচ্ছেন, গোল করেছেন এবং আক্রমণাত্মক খেলায় অংশ নিচ্ছেন। আমাদের সবার মতো সে আরও ভালো করতে পারে। এ বিষয়ে সে সচেতন যে, আরও ভালো করতে হবে। আমিও এমবাপ্পের মতো। নিজেদের সেরাটা পেতে সবদিক থেকে চেষ্টা করছি। এ নিয়ে আমি খুশি নই, বরং যথেষ্ট চিন্তিত। আমি বিশ্বাস করি, অতীতের মতো সমাধান খুঁজে বের করতে যাচ্ছি।’
Read Entire Article