এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখর-উজ-জামান জাহাঙ্গীর 

3 weeks ago 10

জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীরকে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে জাহাঙ্গীরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, সভায় কাজী মামুনুর রশিদ জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই এখন থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বোর্ডের সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর দায়িত্ব পালন করবেন। সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার (২ ডিসেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্য জানান।

২০১৯ সালে পুত্র এরিক এরশাদের দেখভালের জন্য এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এই ট্রাস্টি বোর্ড গঠন করেন। জীবদ্দশায় তিনি এর চেয়ারম্যান ছিলেন। ২০১৯ সালের ১৪ জুলাই এরশাদ ইন্তেকাল করলে তখন ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর (অব.) খালেদ আকতারের চেয়ারম্যান নিযুক্ত হোন। পরে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মেজর (অব.) খালেদ আকতার মারা যান। এরপর ২০২১ সালের জানুয়ারিতে ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ডের সদস্য কাজী মামুনুর রশিদ চেয়ারম্যান নিযুক্ত হন।

Read Entire Article