এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র ফেলে দৌড় ডাকাতদের, পরে উদ্ধার

3 months ago 21

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিনগত রাত সাড়ে ৩টায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাক হেডম্যান পাড়ার মোহনী রাস্তা সংলগ্ন জঙ্গল থেকে অস্ত্রগুলো উদ্বার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৩টায় একদল সন্ত্রাসী টমটমচালক আইলা মং চাকের বাড়ি থেকে টমটমের ব্যাটারি চুরি করে নেওয়ার সময় টের পেয়ে যায় এলাকাবাসী। পরে তারা ধাওয়া দেন ডাকাতদের। ধাওয়া খেয়ে পালানোর সময় নতুন চাকপাড়া রাস্তার পাশে জঙ্গলে চুরি করা দুটি ব্যাটারি ও একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে পালিয়ে যান তারা। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্র ফেলে দৌড় ডাকাতদের, পরে উদ্ধার

ইউপি সদস্য মো. আবু তাহের জানান, বন্দুকটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে এটি উদ্ধার করে।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম

Read Entire Article