‘এশিয়া কাপ জিতবে ভারত’

1 month ago 13

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করেন, আসন্ন এশিয়া কাপের শিরোপা জিতবে ভারত। ঘোষিত দলের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এ ভবিষ্যৎদ্বাণী করেন। শেবাগ দাবি করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার।

ভারতের অধিনায়কের ভয়ডরহীন ক্রিকেটে শিরোপা জিতবে ভারত এমনটি উল্লেখ করে শেবাগ বলেন, ‘এই ভারতীয় দলে অভিজ্ঞতা আর তরুণদের দুর্দান্ত সমন্বয় রয়েছে। সূর্যর ভয়হীন নেতৃত্বে তারা আবারও এশিয়ায় চ্যাম্পিয়ন হতে সক্ষম হবে।’ 

বাণিজ‌্যিক লাভের জন‌্য এবারও ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়া কাপ দিয়ে এক মাস পর ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। 

এশিয়া কাপের আয়োজন নিয়ে শেবাগ বলেন, ‘এই আয়োজন ভারতীয় ক্রিকেটের হৃদস্পন্দনকে সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে। ভারত যখন খেলে, তখন আবেগ আমাদের একত্রিত করে। আমি ছবিতেও (এশিয়া কাপের প্রচারণা) সেই একই আবেগ অনুভব করতে পেরেছি।’ 
 

Read Entire Article