সুখবর দিলেন পরিণীতি চোপড়া

1 hour ago 2
মা হওয়ার সুখবরের পর যেন হাওয়া হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। না কোনো গ্ল্যামারাস ফটোশুট, না কোনো সোশ্যাল মিডিয়া আপডেট—একেবারে আড়ালে চলে গিয়েছিলেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরাতেও মিলছিল না তার খোঁজ। আর ঠিক যখন ভক্তরা ভাবছিলেন, পরিণীতি বুঝি পুরোপুরি গায়েব, তখনই বাজিমাত! প্রায় আট মাস পর হঠাৎ নিজের ইউটিউব চ্যানেলে চমকপ্রদ এন্ট্রি দিলেন পরিণীতি। তবে হঠাৎ তার এই ফিরে আসার কারণ কী? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছু বছর ধরেই সিনেমার পর্দা থেকে গায়েব পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডার ঘরনি হয়ে, নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন। প্রায় আট মাসে নিজের একটি গান দিয়ে তার ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন তিনি। তবে আট মাস হয়ে গেলেও, সেই ইউটিউব চ্যানেলের জন্য কোনো ভিডিও শুট করতে পারেননি। তবে এবার মাতৃত্বকালীন ছুটিতে থেকেও নতুন কাজে কোমর বাঁধলেন এই সুন্দরী। এবার থেকে নিয়মিত ভিডিও আপলোড করে নিজের জীবনের হালচাল সবাইকে শেয়ার করবেন পরিণীতি, তা জানালেন নিজের ইউটিউবে এসে। ইউটিউবের ভিডিও বার্তাটিতে পরিণীতি বলেন, আমি অন্যান্য় ব্লগারদের মতো করে রোজ কী কী করছি তা বলতে পারব না। কারণ অত কাজ আমি করি না। আমি রান্নাও শেখাতে পারব না। কারণ আমি নিজেই রান্না পারি না। তাই যখন যা ইচ্ছে দেখাবে। অন্তত এই ইউটিউব চ্যানেলটা চালাব। সম্প্রতি কপিল শর্মার শোয়ে পরিণীতি চোপড়ার সঙ্গে হাজির হয়েছিলেন রাঘব। দাম্পত্য নিয়ে কপিলের নানা মজার প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন দুজনে মিলে। ঠিক তখনই দুম করে রাঘব বলে ফেললেন, চিন্তা নেই আপনাদের। খুব শিগগির আমরা সুখবর দেব। যে খবর নিয়ে শোরগোল, সেই খবরই দেব। রাঘবের মুখে আচমকা এমন কথা শুনে পরিণীতিও অবাক। অন্যদিকে কপিল গুঞ্জনকে উসকে দেন হেসে হেসেই। আর তার কয়েকদিন পরেই সোশ্যাল মিডিয়ায় নিজেরাই শেয়ার করলেন সন্তান আগমনের সুখবর। ২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকেই মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তার সুখের সংসার। 
Read Entire Article