এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

2 weeks ago 10

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। ইতোমধ্যে বাংলাদেশও নিজেদের স্কোয়াড প্রকাশ করেছে। এবার এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং আসন্ন এই টুর্নামেন্টের জন্য নিজেদের ২০ সদস্যের দল ঘোষণা করেছে। 

বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয়ে একটু আগেভাগেই আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে হংকং। সবকিছু ঠিক থাকলে ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে তারা। 

এশিয়ান ক্রিকেটার কাউন্সিলের (এসিসি) নিয়ম অনুযায়ী, ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলে মোট ২৫ জনের বহর নিয়ে যাওয়া যাবে এশিয়া কাপে। অতিরিক্ত কাউকে নিতে হলে বোর্ডের খরচে তাদের নিতে হবে।

এশিয়া কাপের জন্য ২০ ক্রিকেটার নিয়ে আরব আমিরাতে যাচ্ছে হংকং। দলটির কোচ কুশাল সিলভা জানান, স্কোয়াডে থাকা ক্রিকেটারদের দেখে নিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২০২৪ এসিসি প্রিমিয়ার কাপে তৃতীয় প্লে-অফের ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপ খেলার অর্জন করে হংকং। 

হংকং স্কোয়াড- ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিসান আলী, নিয়াজাকাত খান, নাসরুল্লা রানা, মার্টিন কোয়েতজি, আনশুমান রাঠ, এহসান খান, মার্ক চাল্লু,আশিষ শুকলা, আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, শহীদ ওয়াসিফ, গাজানফার মোহাম্মদ এবং মোহাম্মদ ওয়াহিদ।

Read Entire Article