এস এম সুলতান দোলন ছবি আঁকা উৎসবে বিজয়ী যারা

19 hours ago 4

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘এস এম সুলতান দোলন ছবি আঁকা উৎসব ২০২৫’। ৩০ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন রং-তুলির বাহার আর সৃজনশীলতার উচ্ছ্বাসে পরিণত হয় অনন্য শিল্পমেলায়।

প্রায় ৫০০ শিশু-কিশোরের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে আঁকা ছবিগুলোয় ফুটে ওঠে প্রকৃতি, মুক্তিযুদ্ধ, রূপকথা, স্বপ্নের বাংলাদেশ, পরিবার ও পরিবেশসহ নানা বৈচিত্র্যময় চিত্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন কবি মোহন রায়হান, ভাস্করশিল্পী মাহবুব জামাল শামীম, কবি রেজাউদ্দিন স্টালিন ও সহযোগী অধ্যাপক মো. আবদুল আজিজ। শুভেচ্ছা বক্তব্য দেন দোলন সম্পাদক কামাল মুস্তাফা।

প্রতিযোগিতায় ক বিভাগে (শিশু শ্রেণি-৩য় শ্রেণি) প্রথম ফারহিন মাহবুব নিলয়, দ্বিতীয় আইরিন বিন হাসান, তৃতীয় কামরুন নাহার। খ বিভাগে (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি) প্রথম আইমা রহমান, দ্বিতীয় মৃন্ময়ী বসাক, তৃতীয় ফারহা মাহবুব নির্ঝর। গ বিভাগে (৭ম-১০ম শ্রেণি) প্রথম নীলা নীলাদ্রি ভট্টাচার্য, দ্বিতীয় উজ্জয়িনী দাস, তৃতীয় মেহরাব জামান আরিয়ান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তারা বলেন, এস এম সুলতানের শিল্প-ঐতিহ্য নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে দোলনের এ উদ্যোগ হবে মাইলফলক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার সূনৃত সুজন।

এসইউ/জেআইএম

Read Entire Article