এসআই নূরনবীর তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

2 months ago 5

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০)। রোববার (২২ জুন) দুপুর ১২টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি। শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবীর তৎপরতা ও মানবিক উদ্যোগে চিকিৎসক তার জীবন রক্ষা পান।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

শাহজাহানপুর থানার বরাতে তিনি জানান, গতকাল সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে মালিবাগ ডিআইটি রোডে আবুল হোটেলের দক্ষিণ পাশে উড়াল সেতুর গোড়ার ফুটপাতে দ্রুতগতির একটি সিএনজি ডা. কাজী আবু ইউসুফকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং জ্ঞান হারান।

সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন এসআই নূরনবী। ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত একটি সিএনজি ডেকে আহত ব্যক্তিকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি অপারেশন সম্পন্ন হওয়ার পর এসআই নূরনবী নিজে ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন।

শুধু তাই নয়, পরদিন মঙ্গলবার সকালে তিনি ডাক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান। এসআই নূরনবীর এই মানবিক উদ্যোগ দুর্ঘটনাস্থল ও হাসপাতালের আশপাশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এমএস

Read Entire Article