এয়ারটেল নিয়ে এলো মিউজিক ভিডিও : Airtel-এর দুনিয়ায় বন্ধু সবাই!

3 months ago 64
এয়ারটেল নিয়ে আসছে বছরের সবচেয়ে বড় ক্যাম্পেইন, যেখানে প্যাশন আর অ্যাডভেঞ্চার-এর মিশেলে তৈরি এক মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে আজকের তরুণদের এনার্জি আর উন্মাদনা। এই ক্যাম্পেইন তাদের জন্য, যাদের প্রাণ ভরে ওঠে মিউজিকের বিটে, যারা ফ্যাশনে নিজের স্টাইল দেখিয়ে দেয়। নিয়ে যায় সেই দুনিয়ায়, যেখানে নেই কোনো সীমা, নেই কোনো বাঁধা। গেমিং, মিউজিক, আড্ডা, খাবার, অথবা ফ্যাশন-সবই জমে উঠে বন্ধুদের সাথে। এয়ারটেলের এই নতুন ক্যাম্পেইন ঠিক তরুণদের মনটা ধরে ফেলেছে-বেঁচে থাকার মানে কী, সেটা দেখিয়ে দিয়েছে। এখানে আছে প্যাশন, অ্যাডভেঞ্চার আর অজস্র সম্ভাবনার গল্প। Airtel Buzz-এর সোশ্যাল মিডিয়া পেইজে উপভোগ করুন
Read Entire Article