ঐকমত্য কমিশনের ৩২ প্রস্তাবে এবি পার্টির দ্বিমত

4 hours ago 4

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১০৮টি প্রস্তাবে একমত, ৩২টিতে দ্বিমত এবং ২৬টিতে আংশিক একমত পোষণ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার (১৭ মার্চ) জাতীয় ঐকমত্য কমিশনকে লিখিত মতামত দিয়েছে এবি পার্টি। সেখানে দলটির পক্ষ থেকে কমিশনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে এমন মতামত জানানো হয়েছে।

পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির সমন্বয়ে একটি টিম আজ জাতীয় ঐকমত্য কমিশনে এই লিখিত মতামত জমা দেন।

আরও পড়ুন

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে মতামত গ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজ, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ৬ মার্চ সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। সেই প্রেক্ষিতে আজ জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে কমিশনের নির্দেশনা মোতাবেক পূরণকৃত স্প্রেডশিট জমা দেয় এবি পার্টি। এবি পার্টি তাদের মতামতে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় হিসেবে ৬টি প্রস্তাবনা তুলে ধরেছে।

এএএম/ইএ/এমএস

Read Entire Article