নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানা কুনিপাড়ায় ১২নং ইউনিট-বিএনপি ২৪নং ওয়ার্ড আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আমাদের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে যেভাবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন যে পরিমাণে বাড়ছে, তা উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই। এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে। নারী ও শিশু নির্যাতন যেভাবে উদ্বেগজনকভাবে বাড়ছে, তা আমরা রোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করুন। এখানে পতিত ফ্যাসিবাদীদের কোনো চক্রান্ত আছে কিনা, তা বের করুন। বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না।
সাবেক এই যুবদলের সভাপতি আরও বলেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে সবাইকে নিয়ে, বিশেষ করে যারা আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি, তারা সবাই মিলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। এটাই বিএনপির পরিকল্পনা। তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য যাতে বিনষ্ট না হয়।
নেতাকর্মীদের উদ্দেশ করে নীরব বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। জনবান্ধব দল। আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী ও সুশৃঙ্খল দায়বদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে তারেক রহমান যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন সেখানে কিন্তু বাংলাদেশের সব সমস্যার সমাধান নিহিত আছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই কারণ তারা গণতন্ত্রের স্বপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছে তা অত্যন্ত গৌরবের। আজ সেই অধিকার ক্ষুণ্ন করার জন্য আবারও ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।
অনুষ্ঠানে ২৪নং ওয়ার্ড বিএনপিসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।