ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ আবার খুলে দেওয়া হয়েছে

4 hours ago 4

ইরাকের মসুল শহরের পুরনো এলাকায় ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ পুনর্নির্মাণ শেষে আবার খুলে দেওয়া হয়েছে। নিনেভেহ প্রদেশের গভর্নর আবদুল কাদের আল-দাখিল বলেন, এটি মসুলের সবচেয়ে প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি।

২০১৬-১৭ সালে আইএসবিরোধী যুদ্ধে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে আন্তর্জাতিক সংস্থা আলিপ ফাউন্ডেশনের সহায়তায় এর পুনর্গঠন শেষ হয়েছে। কাজটি হয়েছে ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ, মসুল বিশ্ববিদ্যালয়, ওয়াকফ কর্তৃপক্ষ এবং ইরাকি-ইতালীয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে।

১৭৬৬ সালে গভর্নর ইসমাইল পাশা আল-জালিলির কন্যা রাবিয়া খাতুন এই মসজিদটি নির্মাণ করেন। ফিরোজা টাইলস, জ্যামিতিক নকশা ও কুরআনের আয়াতে সজ্জিত এর গম্বুজ এখনো মসুলের ঐতিহ্যের প্রতীক।

মসজিদের সঙ্গে থাকা মাদ্রাসাটিও পুনর্গঠিত হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিধ্বস্ত মসুলের ইতিহাস ও সংস্কৃতি পুনরুদ্ধারের পথে এটি এক বড় পদক্ষেপ। সূত্র : শাফাক নিউজ

Read Entire Article