ঐশ্বরিয়ার সঙ্গে সাফল্যের মুখ দেখেননি সঞ্জয়

20 hours ago 4
বলিউডের রঙ্গমঞ্চে চার দশকেরও বেশি সময় ধরে নিজের রাজত্ব বজায় রেখেছেন সঞ্জয় দত্ত। অসংখ্য হিট ছবির নায়ক হয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। তবে আশ্চর্যজনকভাবে, বলিউডের বিউটি কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার জুটি কখনোই সাফল্যের মুখ দেখেনি। বরং তাদের একসঙ্গে করা একটি ছবির করুণ পরিণতি যেন চমকে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল সেই সিনেমা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঐশ্বরিয়া সঞ্জয়ের থেকে বয়সে ১৪ বছরের ছোট। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘শব্দ’ ছবিতে এই জুটি প্রথমবার বড় পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেন। লীনা যাদব পরিচালিত এই সিনেমায় বড় তারকাদের উপস্থিতি থাকলেও দর্শক গল্পটিকে একেবারেই গ্রহণ করেনি। ১০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি অর্ধেক খরচও তুলতে পারেনি। এর আগে ২০০২ সালে সঞ্জয়-ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন ‘হাম কিসি সে কাম নেহি’ সিনেমায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। যদিও এ ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে, তবে ঐশ্বরিয়ার সঙ্গে সঞ্জয়ের জুটির বিশেষ প্রভাব দেখা যায়নি। কিন্তু অসংখ্য হিট সিনেমা সঞ্জয় দত্ত উপহার দিলেও ঐশ্বরিয়ার সঙ্গে করা ছবিগুলো রয়েছে ব্যর্থতার তালিকাতেই।
Read Entire Article