ওটিটির সেরা ৫ কোর্টরুম সিনেমা

3 hours ago 3
বলিউড সিনেমায় কোর্টরুম ড্রামা সবসময়ই দর্শকদের জন্য সবচেয়ে টানটান উত্তেজনার গল্প হয়ে এসেছে। সাধারণ রোমান্টিক কমেডি থেকে আলাদা, এই ঘরানার সিনেমাগুলো ন্যায়বিচার, নৈতিকতা এবং সামাজিক ইস্যুর গভীরে প্রবেশ করে। শক্তিশালী মনোলগ থেকে শুরু করে ভাবনার খোরাক জাগানো আইনি বিতর্ক, হিন্দি সিনেমার কোর্টরুম ড্রামাগুলো আইন, অধিকার ও নৈতিকতা নিয়ে সাধারণ মানুষের চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অক্ষয় কুমার ও অর্জুন ওয়ারসিকে নিয়ে আসন্ন ‘জলি এলএলবি ৩’ মুক্তির আগে কালবেলার আজকের আয়োজনে থাকছে ৫টি দুর্দান্ত কোর্টরুম ড্রামার তালিকা, যেগুলো এখনই দেখে নিতে পারেন। লিখেছেন তামজিদ হোসেন।  পিঙ্ক: অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘পিঙ্ক’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু, অমিতাভ বচ্চন, অঙ্গদ বেদি, কৃতি কুলহারিসহ আরও অনেকে। এ সিনেমায় সম্মতির মতো সংবেদনশীল বিষয়কে তুলে ধরেছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। বিগ বি (অমিতাভ বচ্চন) এখানে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি মেয়েদের হয়ে লড়াই করেন এবং একটি শক্তিশালী বার্তা দেন, ‘না মানে না’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রকে প্রায়ই ভারতে নারীর অধিকার নিয়ে আলোচনার ধারা বদলে দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়। ছবিটি দেখতে পাওয়া যাবে জিও হটস্টার এ।   আইতরাজ: ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অক্ষয় কুমার, কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এই ছবির কাহিনি এক ব্যবসায়ীর গল্পকে কেন্দ্র করে। বিবাহিত জীবনে সুখে থাকা সেই ব্যবসায়ীর জীবনে ঝড় নামে যখন তার প্রাক্তন প্রেমিকা ফিরে আসে। তখন ব্যবসায়ীর বসের স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন যৌন হয়রানির। এরপর আদালতে সেই মামলা লড়েন ব্যবসায়ীর স্ত্রী এবং ছবিটি দেয় এক শক্তিশালী সামাজিক বার্তা। চলচ্চিত্রটি পরিচালনা করেন নির্মাতা আব্বাস আলীভাই বার্মাওয়ালা ও মাস্তান আলীভাই বার্মাওয়ালা। ছবিটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম  জি৫-এ।  ওহ মাই গড: ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমা সে সময় দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। চলচ্চিত্রটির ব্যঙ্গাত্মক কোর্টরুম কমেডির গল্প ঘুরে কানজি লাল মেহতা নামের এক নাস্তিককে কেন্দ্র করে, যিনি ভূমিকম্পে নিজের দোকান ধ্বংস হওয়ার পর ঈশ্বরের বিরুদ্ধে মামলা করেন। কারণ বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে, এটি ‘অ্যাক্ট অব গড’ বা ‘ঈশ্বরের ইচ্ছা’ ধারা বলে জানায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার। উমেশ শুকলার পরিচালনায় নির্মিত এ সিনেমা এখন দেখা যাবে জিও হটস্টার-এ। সেকশন ৩৭৫: এটি এমন একটি সেনসেটিভ চলচ্চিত্র যা ভারতে ধর্ষণ সম্পর্কিত আইনগুলোর গুরুত্ব এবং সম্ভাব্য অপব্যবহারকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে অভিনয় করেছেন রিচা চাড্ডা, অক্ষয় খান্না, মীরা চোপড়া সহ আরও অনেকে। চলচ্চিত্রটি দর্শকদের মনে ন্যায়বিচার ও আইনের মধ্যে ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলে। নির্মাতা অজয় বাহল এর পরিচালনায় নির্মিত এ ছবিটি মুক্তি পায় ২০১৯ সালে। বর্তমানে সিনেমাটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম প্রাইম ভিডিওতে।  শহীদ: ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনীত একটি সিনেমা। ছবিটি শহিদ আজমির জীবনী অবলম্বনে নির্মিত, যিনি একজন মানবাধিকার আইনজীবী ছিলেন এবং ভুলভাবে অভিযুক্ত মুসলিমদের পক্ষে লড়াই করেছিলেন। চলচ্চিত্রটির কোর্টরুম দৃশ্যগুলো ছিল বাস্তবধর্মী ও আবেগময়। হংসাল মেহতার পরিচালনায় নির্মিত এ সিনেমা এখন দেখা যাবে ওটিটি প্লাটফর্ম প্রাইম ভিডিওতে।
Read Entire Article