ওপরে তুলেই নিচে নামিয়েন না, কাদের বললেন হৃদয়?

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মহাযজ্ঞের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কেননা, ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। আর এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে গেলেন তাওহীদ হৃদয়। রংপুর রাইডার্সের হয়ে ফর্মে থাকা এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের উপরে তোলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা, যা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বিপিএলের চলমান আসরে ৩ নম্বর থেকে ওপেনিংয়ে উঠে দারুণ ব্যাট করছেন হৃদয়। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৭২ রান। আজ রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষেও ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রংপুর রাইডার্সের এই ব্যাটার। তার ব্যাটে দলও পেয়েছে দারুণ জয়। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ওপেনাররা ২-৩ ম্যাচে রান না পায় সেক্ষেত্রে কি আমরা আপনাকে ওপেনিংয়ে দেখতে পারি কি না? এমন প্রশ্নের উত্তরে সাইফ-তানজিদদের হয়েই যেন ব্যাট ধরলেন হৃদয়। এ প্রসঙ্গে হার্ড-হিটার এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনরে খুব উপরে তোলেন আবার একজনকে তাড়াতাড়ি নিচে ন

ওপরে তুলেই নিচে নামিয়েন না, কাদের বললেন হৃদয়?

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মহাযজ্ঞের আগে ওপেনারদের নিয়ে চিন্তিত বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কেননা, ফর্মে নেই তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। আর এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই চটে গেলেন তাওহীদ হৃদয়। রংপুর রাইডার্সের হয়ে ফর্মে থাকা এই ব্যাটারের দাবি, ক্রিকেটারদের উপরে তোলা এবং নিচে নামানোর কাজটা করেন সাংবাদিকরা, যা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিপিএলের চলমান আসরে ৩ নম্বর থেকে ওপেনিংয়ে উঠে দারুণ ব্যাট করছেন হৃদয়। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৭২ রান। আজ রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষেও ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রংপুর রাইডার্সের এই ব্যাটার। তার ব্যাটে দলও পেয়েছে দারুণ জয়।
ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি ওপেনাররা ২-৩ ম্যাচে রান না পায় সেক্ষেত্রে কি আমরা আপনাকে ওপেনিংয়ে দেখতে পারি কি না? এমন প্রশ্নের উত্তরে সাইফ-তানজিদদের হয়েই যেন ব্যাট ধরলেন হৃদয়।

এ প্রসঙ্গে হার্ড-হিটার এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনরে খুব উপরে তোলেন আবার একজনকে তাড়াতাড়ি নিচে নামান। খেলোয়াড়দের পক্ষ থেকে আমি অনুরোধ করব- আপনারাও একটু ধৈর্য ধরেন। গত এক বছরে ওরা সবাই (ওপেনাররা) ভালো ব্যাট করেছে। শেষ কয়েকটা সিরিজও ভালো খেলেছে। তো কাকে রেখে কী…।’

এখানেই থামেননি হৃদয়। রংপুরের এই ব্যাটার আরও বলেন, ‘বিপিএল তো আপনি হিসেব (ফর্ম) করতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেট আলাদা, বিপিএলও আলাদা। দোয়া করেন যেন ওরা ভালো করে। সবাই যেন ভালো করে। তাহলে আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো, দেশের জন্যও ভালো।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow