ওমরাহ পালন করলেন প্রাণ গ্রুপের ২৫০ কর্মকর্তা

3 weeks ago 9

বাংলাদেশের করপোরেট জগতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ। এই প্রথমবারের মতো কোনো করপোরেট প্রতিষ্ঠানের ২৫০ জন কর্মকর্তা ৯ ফেব্রুয়ারি একসঙ্গে ওমরাহ পালন করেছেন। কর্মীদের মধ্যে উদ্দীপনা যোগাতে এবং তাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করতে প্রাণ গ্রুপ এ ধরনের আয়োজন করেছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রাণ গ্রুপের কর্মকর্তারা এই ওমরাহতে অংশ নেন। ওমরাহ পালনের অংশ হিসেবে তারা পবিত্র কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করেন।

এছাড়াও তারা মসজিদুল হারামে নামাজ আদায় করেন এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করেন। তাছাড়া গ্রুপটির কর্মকর্তারা মদিনায় মসজিদে নববীতে নামাজ আদায় করেন।

আরও পড়ুন

ওমরাহ পালন বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘কর্মীদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করবো, যেন আমাদের কর্মকর্তারা মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ হতে পারেন’।

ওমরাহ পালনের এই উদ্যোগ প্রাণ গ্রুপের মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া হয়েছে। কোম্পানির কর্মকর্তারা ওমরাহ পালন শেষে কর্মক্ষেত্রে ফিরে আরও অনুপ্রাণিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এমআরএম/এমএস

Read Entire Article