ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করুন আজই, আর একদিন বাকি

3 hours ago 4
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে ৭৩টি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সময় আর মাত্র ১ দিন বাকি। মোট ১৫ ধরনের পদে লোক নেওয়া হবে সহকারী পরিচালক – ১০ জন (গ্রেড-৯) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) – ১ জন (গ্রেড-৯) হিসাবরক্ষণ কর্মকর্তা – ১ জন (গ্রেড-৯) আরবি অনুবাদক – ১ জন (গ্রেড-৯) উপসহকারী পরিচালক – ২০ জন (গ্রেড-১০) হিসাবরক্ষক – ১ জন (গ্রেড-১১) স্টোরকিপার – ১ জন (গ্রেড-১৩) ক্যাশিয়ার – ১ জন (গ্রেড-১৩) কেয়ারটেকার – ২ জন (গ্রেড-১৬) রিসিপশনিস্ট – ১ জন (গ্রেড-১৬) ইলেকট্রিশিয়ান – ১ জন (গ্রেড-১৬) ডেসপাচ রাইডার – ১ জন (গ্রেড-১৬) জেনারেটর ও পাম্পচালক – ১ জন (গ্রেড-১৬) প্লাম্বার – ১ জন (গ্রেড-১৬) অফিস সহায়ক – ৩০ জন (গ্রেড-২০) বয়সসীমা সর্বনিম্ন বয়স : ১৮ বছর সর্বোচ্চ বয়স : ৩২ বছর (১ আগস্ট ২০২৫ তারিখ অনুযায়ী) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স যাচাইয়ের জন্য এসএসসি সনদ বিবেচনা করা হবে। কীভাবে আবেদন করবেন? আবেদন করতে হবে অনলাইনে, নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠালে গ্রহণ করা হবে না। আবেদন ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে। আবেদনের শেষ সময় : ৭ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার তথ্য - প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিতে হবে। - পরীক্ষার সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইট এবং টেলিটক জব পোর্টালে জানানো হবে। - যাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তাদের মোবাইলে SMS পাঠিয়ে প্রবেশপত্রের তথ্য জানানো হবে। বিস্তারিত জানতে বা আবেদন করতে এখানে ক্লিক করুন
Read Entire Article