ওসিকে ঘুষ দেওয়া নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

2 weeks ago 18

কিশোরগঞ্জের ভৈরবে আসামিকে ছেড়ে দেওয়ার আশ্বাসে ওসিকে ৬০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে পৃথকভাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। শ্রীনগর ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন ও গণঅধিকার উপজেলা পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ভৈরব প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘুষ দেওয়া নেওয়া বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন। অপরদিকে দুপুর আড়াইটার সময় বাসস্ট্যান্ড এলাকায় গণঅধিকার পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন ইমতিয়াজ আহমেদ কাজল।

গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্ট থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুবেল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় মাামলা দায়ের করেন। ওই মামলার এজাহারে সুজন মিয়াকে ৮০ নাম্বার আসামি করা হয়। পরে গত ১২ ডিসেম্বর সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর জাকির হোসেনসহ আসামির স্বজনরা থানায় দেখতে যায়। ওই দিন রাতেই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে জাকির হোসেনের মাধ্যমে ৬০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করেন জাকির হোসেন। 

আর ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, ‘আসামি সুজনকে ছেড়ে দেওয়ার জন্য জাকির হোসেন ওসি শাহিনকে ৬০ হাজার টাকা ঘুষ দিয়েছেন। এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্যপ্রমাণ আমার কাছে আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তা তুলে ধরা হবে।’

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আসামি চালান দিয়েছি, টাকা নেওয়ার প্রশ্ন উঠে না। আমার নাম ব্যবহার করে কেউ যদি টাকা নিয়ে থাকে সে দায়িত্ব আমার না।’

Read Entire Article