ওসিকে পেটানোর হুমকি দেওয়া সেই সাজ্জাদ গ্রেপ্তার

4 hours ago 7

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জাহাংগীর।

জানা যায়, সাজ্জাদ চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারসহ একাধিক মামলা রয়েছে। গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে ন্যাংটা করে পেটানোর হুমকি দিয়েছিলেন তিনি। ‘বুড়ির নাতি’ নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

লাইভে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাব। প্রয়োজনে মরে যাব। কিন্তু হার মানব না।’ ফেসবুক লাইভে ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘তুকে ন্যাংটা করে পেটাব।’ 

এ ছাড়া পুলিশ কমিশনারকে উদ্দেশে করে বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ আমার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।’ 

পরে এ ঘটনায় জিডি করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান।

সর্বশেষ গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে ছোট সাজ্জাদকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন।

Read Entire Article