কক্সবাজারে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

3 months ago 60

কক্সবাজারে মাদক মামলায় সৈয়দুল হক (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সুলতানা এ রায় দেন।

দণ্ডিত আসামি সৈয়দুল হক (৩১) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এসময় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, মাদক মামলায় সৈয়দুল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

Read Entire Article