কক্সবাজারের শুঁটকি মহাল গুলোতে পুরো দমে শুঁটকি উৎপাদন চলছে। তবে সাগর থেকে মাছ আহরণ কমে যাওয়ায়, বাজারে শুঁটকির দাম বেড়ে গেছে। শুঁটকি পল্লীতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটকরাও কেনাকাটা করছেন। এতে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে নাজিরার টেক শুঁটকি মহাল।
The post কক্সবাজারের শুটকি মহালগুলোতে পুরোদমে চলছে শুটকি উৎপাদনের কাজ appeared first on চ্যানেল আই অনলাইন.