কথা-কাটাকাটির জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
সিলেটের টুকেরবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসীর মানুষ। তুচ্ছ বিষয়টি প্রথমে সমাধান হলেও দুগ্রামের মানুষ বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টুকেরবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। থেমে থেমে প্রায় ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বিষয়টি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর টুকের বাজার এলাকার পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষের মধ্যে এ সংঘর্ষ বাধে। ইফতারের আগে টুকেরবাজারের সবজি কেনাবেচার জায়গায় একটি গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় বাজার সমিতির লোকজন বিষয়টি সমাধান করে। পরে এই বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় পীরপুর ও টুকেরগাঁও এলাকার মানুষ।
ওসি মো. হারুনুর রশিদ বলেন, টুকেরবাজারে ইজারাদার পক্ষের একটি ছেলের দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি বাজারের লোকজন এসে সমাধান করেন। পরে দুই গ্রামের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।