অবশেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি খুলে নেওয়া হয়।
কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ তাদের লাগানো সিসি ক্যামেরা অপসারণের বিষয়ে আশ্বস্ত করেছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরাটি তারা খুলে নিয়ে যায়।
পতাকা বৈঠকে বিএসএফের ১৬২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষে ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান নেতৃত্ব দেন।
আরও পড়ুন:
- কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় সিসি ক্যামেরা স্থাপন করলো বিএসএফ
- বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, নামানো হবে সেই সিসি ক্যামেরা
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাঁশজানী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর পিলারের শূন্যরেখায় ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন বিএসএফের ছোট গাড়ল ঝড়া ক্যাম্পের সদস্যরা।
এফএ/এমএস