কদমতলীতে যুবকের মরদেহ উদ্ধার

3 weeks ago 10

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসা থেকে মো. তানজিল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তানজিল চাঁদপুরের মতলব থানার মধ্য হাজীপুর গ্রামের মো. নবী হোসেনের ছেলে। বর্তমানে কদমতলীর দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শেখ আকতার ইসলাম বলেন, আজ সকাল সোয়া ৮টার দিকে খবর পেয়ে দক্ষিণ ধনিয়া শাহী মসজিদ রোডের ১৩৭৩/১/এ বাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তানজিলকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাংক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তানজিল একটি হোটেলে ওয়েটারের কাজ করতেন। গতরাতে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এমএস

Read Entire Article