কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

2 months ago 5

দুই মাস ধরে ভিনদেশে অবস্থান করছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। লক্ষ্য, নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে আনা। দীর্ঘ অপেক্ষা শেষে থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই।

শনিবার (২১ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নবজাতকের সঙ্গে ছবি শেয়ার করেন স্বাগতা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শেয়ারকৃত সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় স্বাগতা। যেখানে তিনি ব্যক্তিজীবনের ছবি, খবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আনন্দ ভাগ করে নেন। গত ফেব্রুয়ারিতে এ মাধ্যমেই নতুন অতিথির আগমনের কথাও জানিয়েছিলেন তিনি।

২০২৪ সালের ২৪ জানুয়ারি স্বাগতা বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটিতে, পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেছেন সেখান থেকে। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।
 

Read Entire Article