অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক কবীর আলমগীরের চতুর্থ বই ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন’। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলানামার ৫৬০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১৬৮ পৃষ্ঠার বইটির দাম ৫৫০ টাকা। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।
বইটি সম্পর্কে কবীর আলমগীর বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতন বইটি সমকালের একটি প্রামাণ্য দলিল ও পর্যালোচনা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একক আধিপত্য, দুর্নীতি ও দলটির সর্বশেষ করুণ পরিণতির কথা উঠে এসেছে। ২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতা কীভাবে দুর্নিবার সাহসে ‘গণহত্যাকারী’ ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মূল উচ্ছেদ করেছে, তার বিবরণ ও কার্য-কারণের সন্ধান মিলবে বইটিতে।’
দেশের মানুষ রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে আশায় বুক বেঁধেছে একটি আদর্শ রাষ্ট্রগঠনের অভিপ্রায়ে। কিন্তু বারবার জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে, জনগণের আশা-আকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে। এবারের বিপ্লব বা গণঅভ্যুত্থানও কি হাতছাড়া বা বেহাত হচ্ছে, এই প্রশ্নও আছে গ্রন্থটিতে।
আরও পড়ুন
আওয়ামী লীগের এই অনিবার্য পতনে অন্য রাজনৈতিক দলগুলো কী শিক্ষা নিতে পারে সেই আলোচনাও মিলবে এখানে।
কবীর আলমগীর বলেন, ‘সবমিলিয়ে আলোচ্য গ্রন্থটি এই সময়কার রাজনীতি ও রাষ্ট্রকাঠামোর ব্যবচ্ছেদ বলা যায়। আশা করি, পাঠকরা বইটি পড়ে রাজনীতি বিষয়ে নিজেদের বোঝাপড়া শানিত করতে পারবেন।’
কবীর আলমগীরের জন্ম ঝিনাইদহের শ্যামনগর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি অনার্স-মাস্টার্স-এমফিল ডিগ্রি লাভ করেছেন। পিএইচডি গবেষণা করছেন একই বিশ্ববিদ্যালয়ে।
জীবিকার তাগিদে লেখকের পেশা সাংবাদিকতা। পাশাপাশি তিনি দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পর্যালোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তরুণ এই লেখক প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা রচনায়ও একনিষ্ঠ। তার প্রকাশিত বই- কবিতা: গহীন বুকে বিষের চারা (বাংলানামা, ২০১৮), প্রবন্ধ: আহমদ ছফার উপন্যাসে জীবন ও সমাজ (খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি, ২০১৮), গবেষণা: ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা (বাংলানামা, ২০২৪)।
এসইউ/এমএস