কবে জানা যাবে ‘সিকান্দার’-এর মুক্তির তারিখ

4 hours ago 3

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান। যার জন্য দর্শক আগ্রহ আরও বেড়ে গেছে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বলিউড ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা একটি সংবাদ প্রকাশ করেছে। 

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’  সিনেমার টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। এরপরই এটির মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আগ্রহ বেড়ে যায় তার ভক্তদের। বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী সিনেমাটির মুক্তির তারিখ সামনের সপ্তাহে ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে ‘সিকান্দার’-এর নির্মাতা নিশ্চিত করেছেন। তার বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, মার্চের ২৮, ২৯ ও ৩০ তারিখ, এই তিন দিনের যে কোনো একদিন সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনটি আগামী শুক্রবার সবার উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হবে বলে নিশ্চিত করেন এই নির্মাতা। এর আগে সিনেমার তৃতীয় গান প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 

‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া আরও অভিনয় করেছেন- কাজল আগারওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী, প্রতীক বাব্বর। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদস।

Read Entire Article