প্রথম চলচ্চিত্র ‘আদিম’ দিয়েই নিজের মেধার পরিচয় দিয়েছেন যুবরাজ শামীম। দুনিয়াজুড়ে ঘুরে পেয়েছেন তিনি বড় বড় চলচ্চিত্র উৎসবের পুরস্কার। ২০২২ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে জিতেছে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড। এবার আসতে চলেছে নির্মিত দ্বিতীয় ছবি ‘অতল’।
সম্প্রতি এর টিজার ইউটিউব প্লাটফর্মে প্রকাশ করেছেন শামীম। সেটা দেখে চলচ্চিত্র সামালোচকরা বেশ প্রশংসা করছেন।
‘অতল’ দেশের প্রেক্ষাগৃহে এই বছরই মুক্তি পাবে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন যুবরাজ শামীম। তিনি বলেন, ‘কাজ শেষ হয়েছে। তাই টিজারটা সোশ্যাল প্লাটফর্মে ছেড়েছি। এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কখন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অতল’। তবে আমি চাই এই বছরই দেশের মানুষ দেখুক ছবিটি।’
‘অতল’-এর গল্প এক বিষণ্ন মানুষের জীবন নিয়ে। যার আবেগ, অনুভূতি থমকে গেছে। সে নিজেও পার্থিব জগত থেকে মানসিকভাবে বেশ দূরে বসবাস করে।
কোনো চলচ্চিত্র উৎসবে ‘অতল’ জমা দিবেন কিনা জানতে চাইলে যুবরাজ শামীম জানান, বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এরইমধ্যে জমা দিচ্ছি। দেখা যাক কি হয়।
আরও পড়ুন:
- বিলের পাড়ে যুবরাজের খোঁজে
- ‘আদিম’ সিনেমার নতুন যাত্রা
- ‘আদিম’ সিনেমা নিয়ে আড্ডায় যুবরাজ শামীম ও আমির হামজা
‘অতল’ ছবির ডিরেক্টর অব ফটোগ্রাফি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। নির্মাতা জানিয়েছেন, তার দায়িত্ব ছিল শুধু ক্যামেরা অন-অফ করা। পোস্ট প্রোডাকশনে মোরশেদুল ইসলাম, রিপন নাথ এবং সিঙ্গাপুরের ফিল্ম কিউরেটর ফিলিপের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
এমআই/এলআইএ/এমএস