চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রয়োজনের অতিরিক্ত ৫৮৫ কোটি টাকা ব্যয়ের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ ও সাবেক পরিচালক/যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।