কর্ণফুলী সেতু নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা প্রধান উপদেষ্টার

3 months ago 36

চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

চট্টগ্রাম পৌঁছে তিনি বন্দর পরিদর্শন করেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

এমআরএম/এএসএম

Read Entire Article