কর্মচারীদের ঈদ উপহার দিবে জবি শিবির

11 hours ago 5

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল কর্মচারীদের ঈদসামগ্রী উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির। 

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের দিনই এই ঈদসামগ্রী বিতরণ করবে তারা।  

মঙ্গলবার (২৫ মার্চ) শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি আসাদুল ইসলাম জানান, দুপুর পৌনে দুইটায় শহীদ সাজিদ ভবনে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সেমাই, দুধ, চিনি, নুডুলস।

তিনি বলেন, ক্যাম্পাসে যারা নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন তারা নিম্ন বেতনের। আমরা তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করবো। ক্যাম্পাসে কর্মচারীদের শীতবস্ত্র, রোজার ইদে উপহার সামগ্রী ও কুরবানির গোশত বিতরণ এর আগেও আমরা করেছি। কিন্তু এবছর ছাত্রলীগ না থাকায় প্রকাশ্যে করার সুযোগ হয়েছে। প্রতি বছর আমাদের এই কার্যক্রমে অনেকে সাড়া দেন, তবে এবছর একটু বেশি সাড়া পাচ্ছি। কারণ গতবছর আমাদের এই সামগ্রী নিয়ে অনেককেই জবাবদিহি করতে হয়েছে।

Read Entire Article