কাদের মির্জার সহযোগীর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

5 months ago 94

নোয়াখালীর বসুরহাট পৌরসভার পলাতক সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ছিদ্দিক উল্লাহ ভুট্টোর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে ৩ মার্চ ভাটাটি ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই নির্দেশের আলোকে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।

ভাটার মালিক ঠিকাদার ছিদ্দিক উল্লাহ ভুট্টো কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই ভাটাটি পরিচালিত হচ্ছিল। পরিবেশের ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

তিনি জাগো নিউজকে বলেন, হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় রামপুর ইউনিয়নের বিবিএমসি ব্রিকসে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় ভাটার চিমনি, কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সেনাবাহিনী, পুলিশ কোম্পানীগঞ্জ থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জিকেএস

Read Entire Article